চক্কর ৩০২ সিনেমা রিভিউ || Chokkor 302 ~ Movie Review || [BNG/ENG]

avatar
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Hello friends, I’m @Papamogambo. Today, I’m reviewing a Bangladeshi movie called Chokkor 302, starring Mosharraf Karim in the lead role. For those who love a good crime thriller or an engaging investigation thriller, I highly recommend this movie. You’ll enjoy watching it. With a runtime of 2 hours and 20 minutes, this film keeps you entertained throughout. It has all the elements a great crime thriller needs, and they’re delivered in a way that keeps you hooked.

হ্যালো ফ্রেন্ডস, আমি @Papamogambo। এখন রিভিউ করব বাংলাদেশি একটা সিনেমা নিয়ে, যার নাম ‘চক্কর ৩০২’, যেখানে লিড রোলটা প্লে করছে Mosharraf Karim। যারা ভালো ক্রাইম থ্রিলার দেখতে চান, যারা একটা ভালো ইনভেস্টিগেশন থ্রিলার দেখতে চান, তাদেরকে এই সিনেমাটা আমি হাইলি রেকমেন্ড করলাম। মজা পাবেন দেখে। ২ ঘন্টা ২০ মিনিটের রানিং লেন্থ, এবং এই ২ ঘন্টা ২০ মিনিট এই সিনেমাটা আপনাকে মজা দিয়ে ছেড়ে দেবে। কারণ, একটা ভালো ক্রাইম থ্রিলারে যা যা উপাদান থাকা দরকার, এই সিনেমাটার মধ্যে সব উপাদান ছিল, এবং সেগুলো কিন্তু আপনাকে মজা দেয়।

If you enjoy this genre, go watch it. I’m sure you’ll like it. Where can you watch it? It’s available on the Chorki platform. If you have a subscription, you can stream it there.

যারা যারা এই ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, জানি গিয়ে দেখুন। সিনেমাটা কিন্তু ভালো লাগবে আপনাদের। এবার এই সিনেমাটা দেখবেন কোথায়? চরকির প্ল্যাটফর্মে আছে। যদি সাবস্ক্রিপশন থাকে, সেখানে দেখতে পারেন।

Now, let’s dive into what makes this movie stand out. But first, let me give you a brief overview of the story.

এবার এই সিনেমাটার মধ্যে আসি, যে এই সিনেমাটার মধ্যে ভালো কী কী আছে। তার আগে গল্পটা আপনাদেরকে বলি।


1000055172.jpg

Story Overview

The story revolves around two friends who are drug addicts. One of them gets murdered, and the blame falls on the other friend. The murdered friend comes from a powerful family—his parents are lawyers. The police, led by an investigation officer played by Mosharraf Karim, are tasked with solving the case. The movie follows how the case unfolds and whether the real killer is caught—or not. Now, let’s talk about the positives.

এখানে দেখানো হচ্ছে যে, দুটো ছেলের গল্প। দুই বন্ধু, যারা ড্রাগস আসক্ত। দুই বন্ধুর মধ্যে একটা বন্ধুর খুন হয়ে যাবে, এবং দোষ পড়বে অন্য বন্ধুর ঘাড়ে। এবার যার খুন হবে, তার মা-বাবা খুব প্রভাবশালী। বাবা-মা হচ্ছে লয়ার। পুলিশ আছে ইনভেস্টিগেট করতে, এবং ইনভেস্টিগেশন অফিসার হচ্ছে Mosharraf Karim। এবার সেই কেসটাকে কীভাবে সলভ করে, আসল খুনি কে, সেটা সে শেষ অব্দি ধরতে পারে না, পারে না—এই নিয়েই গোটা সিনেমাটা। এবার যদি এর ভালো দিকগুলো বলি।


Positive Aspects

First, the story is excellent. It has elements that keep the audience engaged. This is an investigative crime thriller, but it’s not just about the investigation or the crime—it also has thrill, emotion, drama, and even comedy. These elements make the movie enjoyable, and you won’t feel bored at any point. The 2-hour-20-minute runtime doesn’t feel long because something is always happening.

প্রথমত, এর গল্পটা ভালো। এই গল্পটার মধ্যে অনেক জিনিস ছিল, যেগুলো অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখতে পারবে। এটা একটা ইনভেস্টিগেশন ক্রাইম থ্রিলার, কিন্তু এর মধ্যে ইনভেস্টিগেশন যেরকম ছিল, ক্রাইম যেরকম ছিল, থ্রিল যেরকম ছিল, এর মধ্যে কিন্তু ইমোশনও ছিল। এর মধ্যে ড্রামাও ছিল, এর মধ্যে কমেডিও ছিল। এই সব জিনিস কিন্তু সিনেমাটার মধ্যে আছে, এবং সেই জন্য সিনেমাটা দেখতে মজা লাগে। কোথাও বোর ফিল হয় না, এবং ওই রানিং লেন্থটা ফিল হয় না যে, ভাই, ২ ঘন্টা ২০ মিনিট অনেক বড় সিনেমা। আপনি ওয়ান গোতে দেখে ফেলতে পারবেন, কারণ প্রতিনিয়ত কিছু না কিছু হচ্ছে।

The storytelling is also strong. It gives the audience room to think and predict what might happen next. You’ll constantly wonder, “What’s going to happen? Did I guess it right? What’s Mosharraf Karim’s next move?” The movie delivers edge-of-the-seat moments, tension, and thrills that build up gradually. At times, it subtly weaves multiple threads together without confusing the audience. The writing and presentation are so smart that you stay intrigued without feeling lost, always eager to know what happens next.

এবং এর স্টোরি টেলিংটাও ভালো। এই স্টোরি টেলিং-এ অডিয়েন্সকে জায়গা দেয়, যে আপনিও মাথা খাটান। অডিয়েন্সও যাতে মাথা খাটায় যে, এরপর কী হবে। প্রতিনিয়ত আপনার ফিলিংটা হতে থাকবে যে, আচ্ছা, আমি একটা জিনিস ভাবছি, সেটাই কী হবে? এর পরের স্টেপটা কী? Mosharraf Karim এবার কী করবে? এই জিনিসটা প্রোভাইড করতে পারে—এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট, থ্রিলের মোমেন্ট। এই মোমেন্টগুলো কন্টিনিউয়াসলি Ascendingly পারে, এবং একটা টাইমে সাইলেন্টলি তিন-চারটে জিনিস একসাথে দেখাচ্ছে। কিন্তু তার জন্য অডিয়েন্স কনফিউজড হয় না। এত স্মার্ট ভাবে লেখা এবং এত স্মার্ট ভাবে প্রেজেন্ট করা, আপনি কনফিউজড হবেন না। আপনার ইন্টারেস্টিং লাগবে জিনিসটা দেখতে, যে এর পর কী হবে।

The background music (BGM) supports the theme well and enhances the experience. The songs are good too—not the kind that stick in your head, but they’re pleasant to listen to. The color tone and production quality give the movie a premium feel. It’s clear that the makers invested a good budget and didn’t cut corners, which you’ll notice when you watch it.

সেই জিনিসটা বেশ ভালো। তো, স্টোরিটা যেরকম ভালো, স্টোরির মধ্যে সব, মানে সবকিছু উপাদান আছে, এবং তার সঙ্গে স্টোরির টেলিংটাও ভালো হয়েছে। এখানে কিন্তু বিজিএম-এর কাজ বেশ ভালো। এই থিমটাকে বা সাবজেক্টটাকে বেশ ভালো সাপোর্ট করে, এবং বিজিএমটা ভালো। গানগুলোও ভালো। গানগুলো বেশ ভালো। গানগুলো আপনার হয়তো মাথায় থাকবে না, কিন্তু গানগুলো শুনতে আপনার ভালো লাগে। কালার টোনও ভালো, একটা প্রিমিয়ামনেস আছে। টাকা-পয়সা আছে, একটা সার্টেন টাকা-পয়সা যে তারা খরচ করেছে। খুব একটা যে কিপটামি করেনি, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন।


1000055170.jpg

image source

Acting & Performance

The acting is top-notch across the board. Mosharraf Karim and Intekhab Dinar deliver stellar performances, and everyone else in the cast is equally impressive. Mosharraf Karim, in particular, shines with his one-liners. In one scene, a character tells him, “What’s the point of beating up good people?” He responds, “Yeah, I beat them up, and I’ll beat them up later too—I love beating people.” His dialogue delivery, especially in comedic moments, is spot-on, and he’s well-supported by the cast.

তার সঙ্গে এখানে অভিনয়, প্রত্যেকের অভিনয় এখানে ভালো। এখানে Mosharraf Karim আছে, Intekhab Dinar আছে। তাদের দুজনের পারফরমেন্স, এছাড়া যারা যারা আছে, তাদের প্রত্যেকের পারফরমেন্স খুব খুব ভালো। বিশেষ করে Mosharraf Karim-এর এক-একটা ওয়ান লাইনার আছে। একটা ক্যারেক্টার Mosharraf Karim-কে বলছে যে, এতক্ষণ যে ভালো মানুষই মারালেন, তার লাভ কী হলো? Mosharraf Karim বলছে, হ্যাঁ, আমি মারাই, আমি একটু পরে গিয়েও মারাবো, আমি মারতে ভালোবাসি। এই যে ডায়লগগুলো, মানে ডায়লগগুলো আপনার এত ভালো লাগে শুনতে, এবং Mosharraf Karim-এর ডায়লগ ডেলিভারি, আপনি জানেন কমেডি কী পুল অফ করে, আপনি জানেন। এবং Mosharraf Karim-কে প্রত্যেকে খুব ভালো সাপোর্ট করেছে।

The movie has thrilling action, edge-of-the-seat moments, and, surprisingly, emotional depth. Crime thrillers don’t usually focus on emotions, but this one does, and it works. Whether it’s the emotions of two mothers or the bond between police officers, these moments hit home. The connection between a criminal’s father and a police officer is portrayed beautifully. These emotional beats, though brief, are effective and add variety to the viewing experience.

এর মধ্যে যেরকম থ্রিল আছে, যেরকম অ্যাকশন পাবেন, যেরকম, মানে, এর মধ্যে সেই ইয়েটা পাবেন, এজ অফ সিট মোমেন্ট পাবেন। তার মধ্যে কিন্তু ইমোশনটা ওয়ার্ক করে। দেখুন, ক্রাইম থ্রিলারে খুব একটা ইমোশনের জায়গা তো থাকে না। কিন্তু এখানে রাখা হয়েছে। কম জায়গায় রাখা হয়েছে, কিন্তু সে ইমোশনটা ওয়ার্ক করে। দুটো মায়ের ইমোশন বা একটা পুলিশ অফিসারের সঙ্গে আরেকটা পুলিশ অফিসারের ইমোশন, সেই জিনিসগুলো কিন্তু ভালো লাগে। একটা ক্রিমিনালের বাবা, তার সঙ্গে একটা পুলিশ অফিসারের ইমোশন জড়িয়ে যাচ্ছে। সেই জিনিসগুলো এত ভালো লাগে দেখতে। ইমোশনগুলো ছোট ছোট জায়গায় আসে, এবং সেই ইমোশনগুলো কিন্তু ওয়ার্ক করে। আপনার জন্য, এজ এ অডিয়েন্স, মাঝে মাঝে ইমোশনগুলো দেখতে বেশ ভালো লাগে। টেস্টটা চেঞ্জ করে আপনার।

The way the story unfolds, with clues and investigations, is engaging. The twists and turns toward the end are surprising and not easily predictable. You’ll only guess them when the makers want you to. The way the clues are revealed and the investigation progresses keeps you hooked, and the final twists are both satisfying and surprising.

এবং তার সঙ্গে এই সিনেমার মধ্যে যেভাবে জিনিসপত্রগুলোকে আনা হয়েছে, যেভাবে জিনিসপত্রগুলোকে দেখানো হয়েছে, এবং লাস্টে যেভাবে টুইস্ট এন্ড টার্নস আসে, সেটা কিন্তু ভালো লাগে। টুইস্ট এন্ড টার্নসটা সারপ্রাইজিং, এমন না যে আপনি আগে থেকেই প্রেডিক্ট করতে পারবেন। আপনি তখনই প্রেডিক্ট করতে পারবেন, যখন মেকাররা আপনাকে প্রেডিক্ট করতে দেবে। সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। যেভাবে জিনিসগুলো আসছে, ক্লু-গুলো যেভাবে আসছে, ইনভেস্টিগেশনটা যেভাবে চলছে, সেটা দেখতে ইন্টারেস্টিং লাগে। এবং লাস্টে গিয়ে যে টুইস্ট এন্ড টার্নসটা আছে, সেটাও কিন্তু ভালো, সারপ্রাইজিং। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি।


Negative Aspects

Now, let’s talk about the negatives. First, while the emotional bond between two police officers is well-portrayed, the investigation feels like it’s carried by them alone. It’s supposed to be a team effort, but the rest of the team is barely shown. A sense of teamwork and bonding among the entire team would have added more depth.

এখানে প্রথম যে নেগেটিভ দিকটা, সেটা হচ্ছে, এখানে দুটো পুলিশ অফিসারের ইমোশন খুব ভালোভাবে দেখানো হয়েছে। কিন্তু একটা ইনভেস্টিগেশন চলছে, সেটা একটা টিমওয়ার্ক। টিমটার কোথাও গিয়ে আপনি খোঁজ পাবেন না। মানে, দুটো পুলিশ অফিসার ভালো কাজ করছে, তাদের মধ্যে ইমোশনাল বন্ডিংটা ভালো। কিন্তু পুরো টিম যে একটা টিমওয়ার্ক করছে, সেই টিমটাকে আপনি দেখতে পাবেন না। এবং সেটা আপনার মনে হবে, টিমের মধ্যেও একটা বন্ডিং থাকাটা জরুরি ছিল।

Second, the murdered boy’s parents, who are powerful lawyers, get caught up in personal issues instead of focusing on getting their son out of trouble. The urgency to save their son feels lacking, as they spend more time dealing with their own conflicts. This aspect could have been explored better or given more focus.

তার সঙ্গে এখানে এই যে বললাম, যে মারা যাচ্ছে, সে খুব বড় লোকের ছেলে। বাবা-মা হচ্ছে লয়ার। এবার তাদের মধ্যে তাদের ছেলে যে জেলে চলে যাচ্ছে, তাদের তো চেষ্টা থাকবে ছেলেকে বার করে আনার। তারা না মাঝখানে গিয়ে নিজেদের পার্সোনাল প্রবলেমের মধ্যে ফেঁসে যাচ্ছে। সেই জায়গাগুলো বেশি করে এক্সপ্লোর করেছে। রাদার দেন ছেলেকে বার করার পেছনে যে টাইমটা দেওয়া উচিত ছিল, সেই টাইমে কিন্তু, মানে, সেই টাইমটা কিন্তু ছেলেকে বার করার পেছনে তারা দিচ্ছে না। নিজেদের মধ্যে লড়াই করে যাচ্ছে বা নিজেদের পার্সোনাল প্রবলেমগুলোকে সেখানে ডিসকাস করছে। এবার ছেলে যে জেলে, সেটা বার করার যে চেষ্টা, সেটা আপনি দেখতে পাবেন না। সেই হারিনেসটা বা সেই আর্জেন্সিটা আপনি দেখতে পাবেন না। সেটা একটা আমার খারাপ লেগেছে।

Lastly, there’s a courtroom scene that feels unnecessary. It wasn’t fleshed out properly and could have been cut entirely. The investigation alone was engaging enough to carry the movie, and removing the courtroom drama could have made the film crisper and tighter, reducing the runtime slightly.

এবং এই সিনেমাতে একটা কোর্ট কেস দেখানো হয়। কোর্ট কেসটা আননেসেসারি লাগে দেখতে। কারণ কোর্ট কেসটাকে ভালোভাবে ফ্লেশ আউট করা হয়নি। সেটা দরকারও ছিল না। সেটা কেটে বাদও দেওয়া যেত। খালি ইনভেস্টিগেশনটা দিয়েই পুরো সিনেমাটা বার করা যেত। সেটাতেই এঙ্গেজিং হয়ে যেত দর্শক। এই কোর্ট কেসটার আলাদা করে দরকার ছিল না। এবং তারা সেই কোর্ট কেসটাকে ভালোভাবে দেখায়ও নি। তো দরকার কী ছিল? কেটে বাদ দিয়ে রানিং লেন্থটাকে আরেকটু কম করে আরো ক্রিসপ করলে জিনিসটা আরো বেশি ভালো হতো। আরো বেশি টাইট লাগতো দেখতে।


Final Verdict

Overall, I really enjoyed Chokkor 302. It’s a fun watch, and I highly recommend it to anyone who loves this genre. Go check it out—you won’t be disappointed. That’s my review! If you’ve seen Chokkor 302, drop a comment and let me know what you thought. If you haven’t, give it a watch and share your thoughts on the review.

এই ছিল মোটামুটি পজিটিভ দিক, নেগেটিভ দিক ‘চক্কর ৩০২’-এর। আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে। আমি এনজয় করেছি। এবং এই ধরনের সিনেমা যারা দেখতে পছন্দ করেন, তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব, এই সিনেমাটা যান। গিয়ে দেখুন। আপনি কিন্তু মজা পাবেন। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন ‘চক্কর ৩০২’, শুধু কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি, জানিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না।

Movie Trailer

1000045528.gif

IMG_20250502_203331.jpg

My name is Sahariar Kabir Joy. I am 22 years old and currently a student pursuing a B.A (Honours) in English at Northern University Bangladesh. I live in Bangladesh and have a passion for watching and discussing movies & anime, travelling, and nature photography. I enjoy immersing myself in nature and have a love for photography.


0
0
0.000
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
2 comments
avatar

Congratulations @papamogambo! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You distributed more than 900 upvotes.
Your next target is to reach 1000 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP