Movie review || Hera Pheri || 27/07/2021
উঠালেরে বাবা উঠালে!
মেরেকো নেহি রে,
ইন দোনো কো উঠালে
- বাবুরাও
ভারতীয় এক্সপ্রেস দ্বারা পরিচালিত অনলাইনভিত্তিক জরিপে সর্বকালের সেরা বলিউড মুভি হলো " Hera Pheri ".

Hera pheri মুভির,
ডিরেক্টরঃ প্রিয়দর্শন
প্রোডিউসারঃ এ.জি নাদিয়াদওয়ালা
মুক্তিঃ ৩১/০৩/২০০০
টাইম ডিউরেশনঃ ১৪৩ মিনিট
বাজেটঃ ৭.৫ কোটি
বক্স অফিসঃ ২৪.৫ কোটি
Hera Pheri মুভির অভিনয়ে ছিলেন অক্ষয় কুমার,সুনীল শেঠি,অনুরাধা শিবশংকর, পারেশ রাওয়াল,ওম পুরি,কুলভুষণ খারবান্দা,নাম্রাতা শিরোধার সহ আরো অনেক বলিউড পাড়ার খ্যাতিমান অভিনেতা অভিনেত্রীরা।
এই মুভিটির কাহিনী আমি একটু সংক্ষেপে বলি।মুভির কাহিনীর শুরু শ্যাম নামের একজন ছেলেকে দিয়ে যে শহরে চাকরির জন্য আসে সেখানে একজনের সাথে ঝামেলা হয়। এরপর সে বাড়ি ভাড়া নিতে এসে দেখে সে বাড়িতে ওই ছেলেও ভাড়া থাকে। তাই তাদের মধ্যে গন্ডগোল লেগেই থাকে।আর বাড়ির মালিকের নাম ছিলো বাবুরাও।তাদের মধ্যে লড়াই চলতে থাকে।এরপর শ্যামের কাছে এক মেয়ে এসে বলে সে যেনো ওই চাকরির জন্য আর না যায় কারণ চাকরিটা তার দরকার। এসবের কারণে তার সাথে সমস্যার সৃষ্টি হয়।কিছু কাহিনীর পর প্লটে টুইস্ট আসে!বাবুরাওয়ের ঘরের লেন্ড লাইনে কাবিরা নামে একজন গুন্ডার ফোন আসে।আসলে সেই গুন্ডা ভুল করে ফোন দিয়েছিলো। গুন্ডা কাবিরা ফোন করতে চেয়েছিলো দেবী প্রাসাদকে। কারণ কাবিরা দেবী প্রাসাদের নাতনিকে কিডন্যাপ করেছে।কিন্তু রাজু খুব মজার ফন্দি করে আর সেই মজা পুরোপুরি ভাবে উপভোগ করতে চাইলে দেখতে হবে পুরো ফিল্মটি যা অসম্ভব মজার।এই মুভিটে দেখলে যেকোনো মানুষই হাসতে বাধ্য।মুভিটির একটি গান এখনো ফেমাস।নাম হলো, "দেনেওয়ালা যাব্বি দেতা দেতা ছাপ্পাড় ফাড়কে। " মুভিটি রিলিজ হয়েছে এখন থেকে প্রায় ২০ বছর আগে কিন্তু মুভিটির এই গান এখনো হিট লিস্টে হামেশাই থাকে।মুভিটির একটি ফেমাস ডায়লগ ও আছে যা দিয়ে এখনো সব সোশ্যাল মিডিয়ায় মিম বানানো হয়। ডায়লগটি হলো," রাক!!রাক!!তেরি মা কি রাক!থোপডি তোড সালেকা।মুভিটি সত্যিই দারুণ। আসলে ডিরেক্টর সাহেব দেখিয়ে দিয়েছেন কি করে নোংরামো,অশ্লীলতা ছাড়াও কমেডি মুভি নির্মাণ করা যায়।আজকাল কমেডি মুভি মানেই যৌনতার সুড়সুড়ি যা দিনদিন মুভি জগৎটাকেই ধ্বংষ করছে।কিছু কিছু কমেডি ফিল্ম দেখতে বসলে তো মাথার মধ্যে এটাই গুলিয়ে যায় যে এটা কি কমেডি ফিল্ম নাকি অন্য কিছু।কিন্তু এই হেরা ফেরির মতো মুভি গুলোর মতো মুভি গুলো অন্তত পরিবারের সকলের সাথে বসে দেখা যায়।আমার তো মনে হয় এই মুভিটি পরিবারের সবচেয়ে গম্ভীর মানুষটাকে নিয়ে দেখতে বসলে সেও হাসতে বাধ্য।আমার এই মুভিতে সবচেয়ে পছন্দের চরিত্র হলো বাবুরাও।জাস্ট মারাত্মক লাগে তার কমেডি।অবশ্য বাবুরাও চরিত্রে যে পারেশ রাওয়াল স্যার অভিনয় করেছে তাতেই বোঝা যায় সে চোড়ীটড়টা কতটা মজার হবে।কারণ তিনি বলিউড পাড়ায় এখনো যথেষ্ট সম্মানীয় কমেডিয়ান। এরপর রাজু চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। অক্ষয় কুমারের ফিল্ম ফ্লপ হতে আমি অন্তত খুব কম ই দেখেছি।মোদ্দা কথা এই ফিল্মটি দেখেনি এমন মানুষ খুজে পাওয়া খুবই মুশকিল।এই ফিল্মের প্রত্যেকটা সিনে রয়েছে অসম্ভব হাসির সব দৃশ্য। আর জানেন তো হাসি আমাদের শরীরের জন্য কতটা উপকারী।তাই বলছি যদি এটি না দেখে থাকেন তাহলে ঝটপট দেখে ফেলুন।আজকের জন্য আমার লেখা এখানেই শেষ করছি।
আপনাদের মতামত আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই আপনার মতামত জানাতে ভুলবেন না।ভালো থাকবেন,সুস্থ থাকবেন।